শিরোনাম
আমন সংগ্রহ/২৪-২৫ মৌসুমে রাজবাড়ী জেলার অনুকূলে ৩৪৬৬ মে: টন ধান এবং ২৮৪৩ মে: টন সিদ্ধ চালের লক্ষ্যমাত্রা প্রদান করা হয়েছে। আমন ধান ও সিদ্ধ চাল সংগ্রহের সময়সীমা আগামী ২৮/২/০২৫ খ্রি. তারিখ পর্যন্ত সরকারিভাবে নির্ধারিত। সংগ্রহ মূল্য ধান-৩৩/- ও চাল ৪৭/- টাকা।