Wellcome to National Portal

“জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়, রাজবাড়ী এর তথ্য বাতায়নে আপনাকে স্বাগতম”

মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

কী সেবা কীভাবে পাবেন

১। খোলাবাজারে সরকার কতৃক নির্ধারিত স্বল্প মূল্যে  নিয়োগকৃত ডিলারের মাধ্যমে চাল ও আটা বিক্রয়।

২।  বোরো ও আমন সংগ্রহ কৃষক এবং তালিকাভূক্ত চালকল হতে সরকার কর্তৃক নির্ধারিত মূল্যে ধান ও চাল ক্রয়।

৩।  সেনাবাহিনী, পুলিশ, ফায়ার ডিফেন্স সার্ভিস, বাংলাদেশ বর্ডার গার্ড, কারারক্ষী ও মুক্তিযোদ্ধাদের বিশেষ জরুরী ও  অন্যান্য জরুরী গ্রাহক হিসেবে প্রভেদক মূল্যে প্রতিমাসে খাদ্যশস্য বিতরণ।

৪। টিআর,কাবিখা, ভিজিডি, ভিজিএফ, জিআরসহ অন্যান্য ত্রান খাত সমূহে খাদ্যশস্য বিলি বিতরণ।

৫। জেলার আওতাধীন হাস্কিং, অটো চালকল ও ময়দাকলের মিলিং  ও ব্যবসায়িক লাইসেন্স নবায়ন এবং নতুন লাইসেন্স নির্ধারিত হারে প্রদান করা হয়।

৬। ৪র্থ শ্রেণীর কর্মচারীদেরকে সুলভমূল্য কার্ডের মাধ্যমে সরকার কর্তৃক নির্ধারিত মুল্যে প্রতিমাসে খাদ্যশস্য বিতরণ হচ্ছে।