Wellcome to National Portal

“জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়, রাজবাড়ী এর তথ্য বাতায়নে আপনাকে স্বাগতম”

মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
আসন্ন আমন সংগ্রহ/২০২৪-২৫ মৌসুমে কৃষি বিভাগ হতে প্রাপ্ত তথ্যানুযায়ী রাজবাড়ী জেলায় সম্ভাব্য আবাদকৃত জমির পরিমাণ-৫৩০৬০ হেক্টর, ধানের আকারে উৎপাদন-২৪৬৭২৯ মে: টনেএবং চালের আকারে ১৬৪৪৮৬ মে: টন। এছাড়া জেলার ২৭টি চালকলের ছাঁটাই ক্ষমতা-৪০০৫ মে: টন প্রেরণ করা হয়েছে
বিস্তারিত

আসন্ন আমন সংগ্রহ/২০২৪-২৫ মৌসুমে রাজবাড়ী জেলার কৃষি বিভাগ হতে প্রাপ্ত তথ্যানুযায়ী সম্ভাব্য আবাদকৃত জমির পরিমাণ-৫৩০৬০ হেক্টর,ধানের আকারে উৎপাদন-২৪৬৭২৯ মে: টন এবং চালের আকারে ১৬৪৪৮৬ মে: টন। এছাড়া রাজবাড়ী জেলার বিভিন্ন উপজেলাওয়ার ২২ টি হাস্কিং চালকল,২টি পলিশারযুক্ত হাস্কিং চালকল এবং ৩টি অটোমেটিক চালকলের সর্বমোট পাক্ষিক ছাঁটাই ক্ষমতা ৪০০৫ মে: টন প্রেরণ করা হয়েছে। 

ছবি
ডাউনলোড
প্রকাশের তারিখ
24/10/2024
আর্কাইভ তারিখ
10/11/2024