চলমান আমন সংগ্রহ-২০২৩-২৪ মৌসুমে রাজবাড়ী জেলার বিভিন্ন উপজেলার অনুকূলে সর্বমোট ১৯২৬ মে: টন আমন ধান এবং ২৪৮৫ মে: টন আমন সিদ্ধ চালের সংগ্রহ লক্ষ্যমাত্রা প্রদান করা হয়। প্রতিকেজি আমন ধানের সংগ্রহ মুল্য-৩০/-(ত্রিশ) টাকা এবং প্রতিকেজি আমন সিদ্ধ চালের সংগ্রহ মুল্য-৪৪(চুয়াল্লিশ) টাকা সরকারিভাবে নির্ধারিত। তন্মধ্যে অদ্য ২১/০১/২০২৪ খ্রি: তারিখ পর্যন্ত ৭৭৮ মে: টন ধান এবং ২১৪২.৩৮০ মে: টন আমন সিদ্ধ চাল সংগৃহিত হয়েছে। আমন ধান-চাল সংগ্রহ অভিযান বিগত ২৩/১১/২০২৩ খ্রি: হতে শুরু হয়ে চলবে আগামী ২৮/০২/২০২৪ খ্রি: পর্যন্ত।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস