Wellcome to National Portal

“জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়, রাজবাড়ী এর তথ্য বাতায়নে আপনাকে স্বাগতম”

মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
চলমান আমন সংগ্রহ,২০২৩-২৪ মৌসুমে জেলার বিভিন্ন উপজেলাওয়ারী ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা ১৯২৬ মে: টন এবং ২৪৮৫ মে: টন চাল চুক্তিবদ্ধ মিলারদের নিকট হতে আগামী ২৮/০২/২০২৪ খ্রি: পর্যন্ত সংগ্রহ করা হবে। অদ্যাবধি ৭৭৮ মে: টন ধান ও ২১৪২.৩৮০ মে: টন চাল সংগৃহিত হয়েছে।
বিস্তারিত

চলমান আমন সংগ্রহ-২০২৩-২৪ মৌসুমে রাজবাড়ী জেলার বিভিন্ন উপজেলার অনুকূলে সর্বমোট ১৯২৬ মে: টন আমন ধান এবং ২৪৮৫ মে: টন আমন সিদ্ধ চালের সংগ্রহ লক্ষ্যমাত্রা প্রদান করা হয়। প্রতিকেজি আমন ধানের সংগ্রহ মুল্য-৩০/-(ত্রিশ) টাকা এবং প্রতিকেজি আমন সিদ্ধ চালের সংগ্রহ মুল্য-৪৪(চুয়াল্লিশ) টাকা সরকারিভাবে নির্ধারিত। তন্মধ্যে অদ্য ২১/০১/২০২৪ খ্রি: তারিখ পর্যন্ত ৭৭৮ মে: টন ধান এবং ২১৪২.৩৮০ মে: টন আমন সিদ্ধ চাল সংগৃহিত হয়েছে। আমন ধান-চাল সংগ্রহ অভিযান বিগত ২৩/১১/২০২৩ খ্রি: হতে শুরু হয়ে চলবে আগামী ২৮/০২/২০২৪ খ্রি: পর্যন্ত।

ছবি
ডাউনলোড
প্রকাশের তারিখ
06/02/2024
আর্কাইভ তারিখ
28/02/2024