Wellcome to National Portal

“জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়, রাজবাড়ী এর তথ্য বাতায়নে আপনাকে স্বাগতম”

মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
অভ্যন্তরীণ আমন সংগ্রহ/২০২৪-২৫ মৌসুমে রাজবাড়ী সদর,পাংশা,বালিয়াকান্দি,গোয়ালন্দ ও কালুখালী উপজেলার বৈধ/সচল আগ্রহী চালকল মিলারগণকে সরকারী এলএসডিতে চাল সরবরাহের নিমিত্ত চুক্তি সম্পাদনের বিজ্ঞপ্তি প্রদান।
বিস্তারিত

অভ্যন্তরীণ আমন সংগ্রহ/২০২৪-২৫ মৌসুমে রাজবাড়ী জেলার বিভিন্ন উপজেলাওয়ারী ৩৪৬৬ মে: টন আমন ধান এবং ২৮৪৩ মে: টন আমন সিদ্ধ চালের সংগ্রহ লক্ষ্যমাত্রা পাওয়া গিয়েছে। প্রতিকেজি আমন ধানের সংগ্রহ মূল্য ৩৩/- টাকা এবং প্রতিকেজি আমন সিদ্ধ চালের সংগ্রহ মূল্য ৪৭/- টাকা সরকারী ভাবে নির্ধারিত। আমন ধান ও সিদ্ধ চাল সংগ্রহের সময়সীমা আগামী ২৮/০২/২০২৫ খ্রি. পর্যন্ত। চুক্ত সম্পাদনে আগ্রহী বৈধ/সচল চালকল মিলারদেরকে আগামী ২৮/১১/২০২৪ খ্রি. তারিখের মধ্যে চুক্তির সাথে সম্পৃক্ত কাগজপত্রাদিসহ স্ব স্ব উপজেলারউপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্তৃক সুপারিশ সহকারে জেলা খাদ্য নিয়ন্ত্রক দপ্তরের সাথে চুক্তি সম্পাদনের জন্য অনুরোধ করা হলো। 

প্রকাশের তারিখ
18/11/2024
আর্কাইভ তারিখ
20/05/2025